ছন্নছাড়া

- ঐশিক রেহমান

১৩ ডিসেম্বর ২০২১ তারিখে প্রকাশিত

আমি ছন্নছাড়া নই
ছন্ন আমার পাছে পাছে হাতের কাছে
পায়ের নিচে
অহর্নিশের দোষ
মিছেই ছন্নছাড়া বলা
তোমার পুরান রোষ
সেই রোষের বশে
হতচ্ছাড়াও বলেছিলে শেষে
আমি হতচ্ছাড়া নই
হত আমার শতশত
বাড়ছে বরং - অব্যাহত
হতচ্ছাড়া বলেলে আমায়
খুব আহত হই