প্রজ্ঞাপন

- ঐশিক রেহমান

২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে প্রকাশিত

হারিয়ে যাওয়ার বার্তা যদি পেলেম
বলো তবে হারিয়ে কোথায় গেলেম
কেউ হারানোর ঘোষণ যদি কানের কাছে বাজে
বলো তবে আমায় তোমার নিখোঁজ বলা সাজে?
লাগ যদি পাই তোমার হাতের
ছুইতে পারি চুল
আমায় তোমার নিখোঁজ বলা বড্ড হবে ভুল